স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের নাসিরকোটের মালাপাড়া এলাকায় পুকুরে পানিতে ডুবে জুনায়েদ (৫) ও ইয়াছিন (৫) নামে (চাচাত-জেঠাত) দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার (৩০ জুলাই) বিকেলে উপজেলার মালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদের পিতা আঃ ছাত্তার ও ইয়াছিনের পিতা মোঃ মজিব।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে তারা দুজন বাড়ির ওঠানে খেলা করছিল। খেলতে খেলতে সবার অগোচরে হঠাৎ তারা বাড়ির লাগোয়া পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকেরা পুকুরে শিশু দুই ভাইয়ের লাশ ভেসে উঠতে দেখতে পায়। সেখান থেকে উদ্ধার করে শিশু দুজনকে পাশ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ তাহের শিশুদের মৃত ঘোষণা করেন।