হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে রিফাত হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের বাড্ডা বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই বাড়ির রিপন হোসেনের ছোট ছেলে। শুক্রবার রাতেই নিহত শিশু রিফাতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের নিকটাত্মীয় নজরুল ইসলাম জসিম জানান, শুক্রবার বিকেলে ঘরেই খেলাধুলা করাকালে পরিবারের অজান্তে শিশুটি ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। উদ্ধারের পর পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ বেলায়েত হোসেন জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।