চাঁদপুরের হাজীগঞ্জে মুঠোফোন উঠাতে গিয়ে পানিতে ডুবে ইয়াছিন হোসেন (২০) নামের এক যুবক মারা গেছেন। উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল গ্রামের ফসলী মাঠে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন হোসেন ডেকোরেটরে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। সে ওই গ্রামের কবিরাজ বাড়ীর বিল্লাল হোসেনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে বন্ধুদের সাথে নৌকা যোগে ইয়াছিন পিকনিক করতে গ্রামের মাঠে যায়। এসময় তার মুঠোফোন পানিতে পড়ে যায়। মুঠোফোনটি খুঁজতে গিয়ে ইয়াছিন পানিতে নেমে নিখোঁজ হয়। তার সহপাঠিরা খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে ইয়াছিনের পরিবারের সদস্যরা খোঁজ করে তাকে উদ্ধার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে।
নিহতের বাবা বিল্লাল হোসেন জানান, তার ছেলে পূর্ব থেকেই মৃগী রোগী ছিল।