স্টাফ রিপোর্টার:
জেলার হাজীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে এক বছরের শিশু তারেক জিলানীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর ভূঁইয়া বাড়ীর পুকুরে এই ঘটনা ঘটে।
সে ওই বাড়ীর আবু বক্কর ছিদ্দিকীর ছোট ছেলে।
শিশুর চাচা মনির হোসেন বলেন, দুপুরে তারেক হারিয়ে যায়। পরে খোঁজাখুজির পর বাড়ীর পার্শ্বে পুকুরে দেখতে পাই। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার আরো দুই ভাই রয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।