কবির আহমেদ :
গতকাল ২২ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের নবনির্মিত ভবনে হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও নবনির্মিত ভবনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মো. মোসলেহ উদ্দিন আশু ভবন উদ্বোধন করেন। তিনি ভবন নির্মাণের জন্য প্রায় ৬ লক্ষ ৫৪ হাজার টাকা অনুদান দিয়েছেন। নবনির্মিত ভবনে শিক্ষক-অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে বিদ্যালয়ের লেখা-পড়ার মান বৃদ্ধিসহ শিক্ষার্থীদের সুশিক্ষিত করা সম্ভব। শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠিয়ে দিয়ে অভিভাবকগণ ঘরে বসে থেকে ভালো ফলাফলের প্রত্যাশা এখনকার যুগে সম্ভব নয়। প্রতিযোগিতামূলক বিশ্বে নেতৃত্বের চ্যালেঞ্জ গ্রহনের জন্য শিক্ষার বিকল্প নেই। ভাল শিক্ষার্থী তৈরীতে শিক্ষকের পাশাপাশি অভিভাবকের ভূমিকা অধিকতর গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং ধর্মীয় শিক্ষক মো. মাঈনুদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. হেলাল উদ্দিন ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ্জালাল মজুমদার, প্যারাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতালেব, বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. শহিদ উল্ল্যা মজুমদার, দাতা সদস্য ও রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস.এম মানিক, ৪ নং কালচোঁ ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক জিয়াউর রহমান, সাবেক অভিভাবক সদস্য আব্দুর রশিদ বকাউল প্রমুখ।
উল্লেখ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লেয়াকত আলী সংসদ সদস্য চাঁদপুর-৫ আসনের এমপি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম সাহেবের সফরে যুক্ত হওয়ায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বৃন্দ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠান অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়েছে।
শিরোনাম:
সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।