প্রতিনিধি
গত বুধবার গভীর রাতে হাজীগঞ্জে এক প্রবাসীর স্ত্রী জোসনা বেগম (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার কালচোঁ ইউনিয়নের মাড়ামুড়া সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। স্বামী আবুল কাশেম প্রবাসে থেকে সাত-আট মাস টাকা না পাঠানোয় রাগে-ক্ষোভে স্ত্রী আত্মহত্যার পথ বেছে নেন বলে স্থানীয়রা জানান।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামীর সাথে মুঠোফোনে কথা বলার পর গভীর রাতে ঘরের আঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় জোসনা বেগম। তাদের দাম্পত্য জীবনে ৮ বছরের মীম ও ৩ বছরের রীনা নামে দুই কন্যা সন্তান রয়েছে।
জোসনা বেগমের বাবার বাড়ি একই উপজেলার উচ্চঙ্গা গ্রামে। তার বাবা মৃত জয়নাল আবেদীন। জোসনা বেগমের ভাই জসীম উদ্দিন জানান, বোনের স্বামী প্রবাসে রয়েছে। ঘরে তার শাশুড়ি ছিলো। দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক কলহ চলছিলো।
হাজীগঞ্জ থানার এসআই শাহআলম বলেন, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ আত্মহত্যা করেছে। কোনো প্রকার অভিযোগ না করে গৃহবধূর ভাই জসীম উদ্দিন মৃতদেহ নিয়ে গেছে। তবে এ ব্যাপারে দুপুরে হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে এই কর্মকর্তা জানিয়েছেন।