গতকাল শুক্রবার বাদ জুমা হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্যাপিত হয়েছে। ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের আয়োজনে ঈদে মিলাদুন্নবীর এ বিশাল জশ্নে জুলুছের (বর্ণাঢ্য র্যালীর) নেতৃত্ব ও মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের পীরে তরিকত আল্লামা সৈয়দ জাহান শাহ মোজাদ্দেদী আল-আবেদী। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারো ঐতিহ্যবাহী আধ্যাত্মিক প্রাণকেন্দ্র ধেররাস্থ ইমামে রাব্বানী দরবার শরীফ থেকে ঈদে মিলাদুন্নবীর বিশাল জশ্নে জুলুছ বের হয়। বাদ জুমা দরবার শরীফ থেকে জুলুছ বের হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে শেষ হয়। বাদ আছর দরবার শরীফের জামে মসজিদে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়াপূর্বক জশ্নে জুলুছের তাৎপর্য নিয়ে আলোচনা সভা সঞ্চালনা করেন জশ্নে জুলুছ প্রস্তুতি কমিটির সচিব মোঃ শফিকুর রহমান। জশ্নে জুলুছ উদ্যাপন কমিটির সভাপতি ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটাঃ মোঃ আহসান হাবীব অরুণের সভাপ্রধনে আরো বক্তব্য রাখেন ইমামে রাব্বানী দরবার শরীফের বড় সাহেবজাদা মাওঃ সৈয়দ আলমগীর শাহ্ মোজাদ্দেদী, সাহেবজাদা সৈয়দ মাখদুম শাহ্ মুজাদ্দেদী, ধেররা মাদ্রাসায়ে আবেদীয়া মুজাদ্দেদীয়ার আরবি প্রভাষক মাওঃ আবুল হাসেম শাহ্, অধ্যক্ষ মাওঃ মফিজুল ইসলাম, অধ্যক্ষ মাওঃ মোহাম্মদ আলী নকশেবন্দী, জাকির হোসেন মিজি, মাস্টার দেলোয়ার হোসেন। জুলুছ ও মিলাদ মাহফিলে চাঁদপুর জেলা ও জেলার বাইরে থেকে কয়েক হাজার মুসলি্ল এবং ইমামে রাব্বানী দরবার শরীফের আশেকান ও মুরিদান অংশ নেন।