মনিরুজ্জামান বাবলু ॥
হাজীগঞ্জ উপজেলায় বাল্য বিয়ের প্রস্তুতি নেয়ায় বাবা-মামা ও চাচাতো ভাইয়ের জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেড শেখ মুর্শিদুল ইসলাম। ভ্রাম্যমান আদলত পরিচালনা করে ৩ জনকে ৫শ’ টাকা করে ১৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার বিকালে উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেড উপস্থিত হয়ে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়কুল ইউনিয়নের কোন্দ্রা গ্রামের আবুল বাশারের মেয়ে আমেনা আক্তার (১৬ বছর ৬ মাস) কে বাল্য বিয়ের প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম মেয়ের বাবা আবুল বাশার, মামা আবুল খায়ের ও চাচাতো ভাই রফিকুল ইসলামের ৫শ’ টাকা করে ১৫শ’ টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেড শেখ মুর্শিদুল ইসলাম বলেন, ১৬ বছরে বিয়ের আইন এখনো গেজেট পাশ হয়নি।
শিরোনাম:
শনিবার , ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৮ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।