হাজীগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের হাজীগঞ্জে বৃহস্পতিবার দুপুর ১২টার সময় বাস ও সিএনজি স্কুটারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে সিএনজি স্কুটারের চালক ও অপর এক যাত্রী ঘটনাস্থলে প্রান হারান ও অপার ২ যাত্রী মারাত্বক আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছে। আর ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদপুর কুমিল্লা মহাসড়কের কৈয়ারপুল এলাকার সাত বাড়িয়া নামক স্থানে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী প্রায় পৌনে ১ ঘন্টা এই সড়ক অবরুদ্ধ করে রাখে ও বেশ কয়েকটি গাড়ীতে ভাংচুর চালায়। এ ঘটনায় নিহতরা হলেন, চাঁদপুর শহরের তরপুরচন্ডী জমাদ্দার বাড়ীর মৃত নোয়াব আলীর ছেলে ও সিএনজি ¯কুটার চালক সুমন জমাদার (৩০) ও একই শহরের পুরানবাজার এলাকার মৃত প্রকাশ পালের ছেলে বিল্পব পাল (৩৫)। আহতরা হলেন হাজীগঞ্জের অলিপুর গ্রামের আঃ জলিলের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) ও মকিমাবাদ এলাকার তাফাজ্জল মিয়ার ছেলে শাওন মিয়া(২৮)। প্রত্যক্ষদর্শীরা জানান এ সময় কুমিল্লা থেকে চাঁদপুরমুখী একটি বোগদাদ ও চাঁদপুর থেকে হাজীগঞ্জ মুখী একটি সিএনজি স্কুটার উক্তস্থান অতিক্রম করার সময় মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়। এর পরেই বোগদাদ বাসটি পালিয়ে যায় আর সিএনজি স্কুটারটি দুমড়ে মুছড়ে সড়কের উপর পড়ে থাকে। সাথে সাথে স্থানীয় আহত যাত্রীদেরকে উদ্ধার করতে গিয়ে দেখে ঘটনাস্থলেই চালকসহ ২জন নিহত হয়েছে। আহত অপর দুই যাত্রীকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করানো হয়। তাদের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক এই দুই জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এ ঘটনায় ঘটনাস্থলে ২ জন নিহত হলে উদ্ধারকারী এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বেশ কয়েকটি গাড়ীর গ্লাস ভাংচুর করে ও সহাসড়ক প্রায় পৌনে ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । অপরদিকে দুর্ঘটনা ঘটিয়ে বোগদাদ পরিবহনের ঐ বাসটি ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দুরে স্থানীয় বাকিলা বাজারে বাসটি রেখে চালক লিয়াকত পালিয়ে যান। পুলিশ বাসটিকে আটক করে চাঁদপুর পুলিশ লাইনে পাঠিয়ে দেয়। হাজীগঞ্জ হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ-আলম ইনকিলাবকে জানান ঘাতক বাসটি আমরা সনাক্ত করে আটক করেছি । মামলা দায়েরের প্রস্ততি চলছে।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।