প্রতিনিধি
বিএনপি তথা ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ, নির্বাচন বাতিলের দাবিতে ৪৮ ঘন্টা হরতালের ১ম দিনে এবং পুলিশ বাদী মামলার আসামী আটক করাকে কেন্দ্র করে হাজীগঞ্জে বিআরডিবি’র একটি গাড়ি ও সন্ধ্যায় দুটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করেছে অবরোধ ও হরতালকারীরা।
জানা যায়, সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের(বিআরডিবি’র) গাড়ি নং-চাঁদপুর-হ-০০৮১ মোটর সাইকেল গতকাল বিকেল ৫টার দিকে হাজীগঞ্জ থেকে আলীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে পাইলট হাই স্কুল এন্ড কলেজের সম্মুখ এলে কতিপয় যুবক আরোহীদের গতিরোধ করে হামলা চালালে মাঠ সংগঠক কাজী মোয়াজ্জেম হোসেন আহত হয়। এ সময় হামলাকারীরা বিআরডিবি’র লেখা দেখে মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে। অল্পের জন্য মাঠ সংগঠক কাজী মোয়াজ্জেম হোসেন ও অফিস সহকারি কবির হোসেন বেঁচে যায়।
অপর দিকে বিকেল সাড়ে ৫টায় হাজীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. আবুল কাশেমের ছেলে মামুন হোসেন(২৫) তার নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রিক্সায় রওয়ানা হলে কাজী বাড়ির সম্মুখে আসলে আওয়ামীলীগ নেতাকর্মীরা তাকে আটকে রাখে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মামুনকে থানায় নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা ৬টায় বিএনপি’র নেতাকর্মীরা হাই স্কুল সম্মুখে ২টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে। থানা পুলিশ ও বিজিবি সদস্যরা খবর পেয়ে আসলে ভয়ে তারা টোরাগড় মেইল গেইট এলাকা থেকে সামনে যায়নি। থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে অবরোধকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। অগ্নিসংযোগকৃত ৩টি মোটর সাইকেল পুলিশ উদ্ধার করে থানায় আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাজীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ মো. শাহ্আলম চাঁদপুর বার্তাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া করা হয়। মোটর সাইকেল পোড়ানোর ঘটনায় পুলিশীশের অভিযান চলবে।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।