গাজী মোঃ নাছির উদ্দিন : সারাদেশে বিএনপি ও ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘন্টা হরতালের ২য় দিনে হাজীগঞ্জ ও শাহ্রাস্তিতে বিভিন্ন স্থানে আ’লীগ বিএনপি, হাজীগঞ্জের বাকিলায় বিএনপির অন্তকোন্দলে বিএনপি দু’গ্রুপের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সব সংঘর্ষের ঘটনায় অর্ন্তত ৫০ জন আহত হয়েছে। সংঘর্ষে হাজীগঞ্জের সেন্দ্রা বাজার, বলাখাল, পাচই শাহ্রাস্তি উপজেলার ধোপল্লা বাজারে প্রায় ২০ টি ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি বাড়ী হরতাল সমর্থনকারীরা ভাংচুর করে লুটপাট চালিয়েছে। দিনের শুরুতে হাজীগঞ্জ পৌর এলাকার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ঈদগাঁও বাজারের সমর্থনকারীর যানবাহন ভাংচুর করলে আ’লীগের নেতাকর্মীরা প্রতিরোধ করলে সংঘর্ষের ঘটনা ঘটে। ঐ ঘটনায় উভয় দলের ৮/১০ জন আহত হয়। বেলা ১২টার দিকে ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের পাচই গ্রামে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদস্য মোঃ জসিম উদ্দিন এর বাড়ীতে বিএনপি ও জামায়াতের ক্যাডাররা হামলা চালায়। এতে তার বাসার বিভিন্ন মালামাল লুট করে । এই ঘটনার পর পর হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিনসহ উপজেলা ও শহর আ’লীগ, যুবলীগ ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার পথে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা বাজারে হামলার চেষ্টা করে। আ’লীগের নেতাকর্মীরা সেখান থেকে ফিরে এসে হাজীগঞ্জ বাজারে অবস্থান করেন। এরই মধ্যে আ’লীগের উৎসাহ কর্মীরা ক্ষিপ্ত হয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা করে অগ্নি সংযোগ করে। দুপুর ১২টার সময় হরতাল সমর্থনকারীরা হাজীগঞ্জে চাঁদপুর-লাকসাম রেল সড়কে অগ্নিসংযোগ করে। এতে করে প্রায় ২ ঘন্টা সড়কে ট্রেন চলাচল বন্ধ থাকে। দুপুর ১টায় বাকিলা বাজারে বিএনপির অন্তকোন্দলে বিএনপির দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ছাড়া শাহ্রাস্তি উপজেলাধীন হাজীগঞ্জ সিমান্তবর্তী ধোপল্লা বাজারে বিএনপি ও আ’লীগের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আ’লীগ বিকেলে হরতাল বিরোধী মিছিল করলে বিএনপি’র নেতাকর্মীরা হরতালের মিছিল নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় ধোপল্লা বাজারে বিএনপি ও আ’লীগের ৫০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট হয়েছে বলে ব্যবসায়ীরা দাবী করেছে। ঘটনার পর পর সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেওয়ান আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিস গিয়ে অগ্নি নির্বাপন করে।
শিরোনাম:
রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩১ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।