এসএম মিরাজ মুন্সী
হাজীগঞ্জ উপজেলায় নিখোঁজের চার দিন পর মোস্তফা মুন্সী (৬৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ফসলী মাঠে মৃতদেহ ভেসে উঠে।
নিহত মোস্তফা মুন্সী উপজেলার ৭ নং বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার কাসেম আলী মুন্সী বাড়ির সন্তান।
স্থানীয় বাসিন্দা মুকবুল হোসেন প্রথমে মৃতদেহটি দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রামচন্দ্রপুর ইউনিয়ন যুবদল নেতা হাবীব জানান, গত বুধবার সন্ধ্যায় তার নাতীর জন্য বনৌষধী ঔষধের খোঁজে বাড়ী থেকে বেরিয়ে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে শুকবার হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়।
তদন্ত কর্মকর্তা এসআই এরশাদ বলেন, মৃতদেহের শরীর আঘাতের চিহ্ন নেই।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ ডায়েরী করা হয়েছে। এখন মৃতদেহ ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।