হাজীগঞ্জে শত্রুতা উদ্ধারে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে প্রায় ২৫ লাখ টাকার মালামাল। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার কালচোঁ ইউনিয়নের রাজাপুর বাজারের চয়েজ ফার্নিচার দোকানে। এ ঘটনায় ঐ প্রতিষ্ঠানের মালিক দেলোয়ার হোসেন প্রধানিয়া গতকাল দুপুরে হাজীগঞ্জ থানায় একটি ডায়েরি করেছেন। তিনি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
ক্ষতিগ্রস্ত এ ব্যবসায়ী জানান, তিনি অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত আনুমানিক ২টার দিকে এক ভাতিজার মুঠোফোনে খরব পান দোকানে আগুন জ্বলছে। তাৎক্ষণিক এসে দেখেন লোকজন আগুন নেভানোর চেষ্টা করছে। ঘটনার প্রায় ৪০ মিনিট পরে হাজীগঞ্জের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
তিনি আরো জানান, আমি দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পরে মনে পড়ে পেছনের জানালাটি খোলা রয়েছে। ভেবেছিলাম পেছনেতো খাল সমস্যা হবে না। কিন্তু আগুন দেখে সবাই ধারণা করছে পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন লাগানো হয়েছে। কারণ, জানালার আশপাশের মালামাল বেশি পুড়েছে। এ ঘটনাটি আমার সাথে যাদের শত্রুতা তারাই করেছে।
হাজীগঞ্জ দমকল বাহিনী সূত্রে জানা গেছে, প্রাথমিকভারে ধারণা করা হচ্ছে ১৫ লাখ টাকার মালামাল পুড়েছে। দোকানের বিল্ডিংসহ ক্ষতির পরিমাণ আনুমানিক ২৫ লাখ টাকা।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, দেলোয়ারের অভিযোগটি পেয়েছি। তদন্ত শেষে বলা যাবে প্রকৃত ঘটনা কী হয়েছে।