এম.সাখাওয়াতহোসেনমিথুন:
হাজীগঞ্জে ভটভটি রাখার জন্য নির্ধারিত স্থান না থাকায় রাস্তার উপর এলোমেলোভাবে ভটভটি প্রতিনিয়ত রাখা হয়। ফলে পথচারী অন্যান্য যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ নিয়ে প্রশাসনের সাথে একাধিকবার শ্রমিক নেতারা বৈঠক করেও কোন ফল পাননি বলে অভিযোগ রয়েছে ওইসব শ্রমিক নেতাদের। জানা যায়, হাজীগঞ্জ-বেলঘর, সুহিলপুর স্টেশনরোডসহ বিভিন্ন রুটে প্রতিদিন প্রায় ৫শতাধিক ভটভটি চলাচল করে। এ ভটভটিগুলোর রুটপারমিট বা যান চলাচলের বৈধ কোন কাগজপত্র না থাকলেও পুরো রাস্তাই থাকে তাদের দখলে। এসব ভটভটিগুলোর জন্য নির্ধারিত কোন স্ট্যান্ড না থাকায় প্রতিনিয়ত রাস্তার উপর এলোমেলো করে রাখার ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে এদুর্ভোগ উপজেলার ডিগ্রি কলেজ রোড, বাকিলা বাজার বাজারে আরো প্রকট আকার ধারণ করেছে। এমনিতেই সরু রাস্তা টার্নিং মোড়ে মাঝারী বা বড় গাড়ী ঘুরানো যায় না। উপরন্ত রাস্তার উপর ভটভটির লাইন রাস্তাকে আরো সংকুচিত করে দিয়েছে। ফলে এখানে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সেই সাথে এসব ভটভটির কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে বাজারের পরিবেশ। ভটভটি চালক আবেদ আলী বলেন, আমরা এ রাস্তায় দীর্ঘদিন থেকে ভটভটি চালাই। আজ পর্যন্ত আমাদের জন্য স্ট্যান্ড নির্মিত না হওয়ায় আমরা দুর্ভোগের শিকার হচ্ছি। হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী বাবুল, শিমুল ও মোজাম্মেল হক বলেন, আমাদের দোকানের সামনে এ ভটভটিগুলো রাখার ফলে অনেক সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে ভটভটি চালু করার সময় এর কালো ধোঁয়া এবং বিকট শব্দে ক্রেতাদের সাথে কথা বলাও মুশকিল হয়ে যায়।