হাজীগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে ধুমপান করাকে কেন্দ্র করে চাচাতো ভাই মিজানুর রহমানের হাতে খুন হলেন মুনাফ খাঁ নামের এক যুবক। উপজেলার চার নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাচকিপাড়া গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গিয়ে ময়নাতন্তের জন্যে লাশ থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মুনাফ খাঁ ডাল কিনতে বাড়ির পাশের দোকানের কাছে যায়। এসময় মুনাফ চা পান শেষে সিগারেট পান করছিলেন। ওই সময় বাড়ির সম্পর্কে চাচাতো ভাই বয়সে ছোট হয়েও নিজেকে বড় দাবি করে মুনাফকে সিগারেট না পান করতে বলে। এনিয়ে দু জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মিজান মুনাফের উপর হামলা করে। এক পর্যায়ে রাস্তার উপর থেকে সজোরে ধাক্কা দিয়ে সড়কের নিচে ডোবায় ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মুনাফ মারা যান।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।