হাজীগঞ্জে মোঃ শামিম হোসাইন (২৬) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শেখ ছাদেক। সাজাকৃত শামিম উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের বেলঘর হাজী বাড়ির মৃত আবুল বাসারের ছেলে।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, রোববার রাতে হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনিমুড়া এলাকার বৈষ্ণব বাড়ির সামনে থেকে মোঃ শামিম হোসেনকে ১৩পিচ ইয়াবাসহ হাতে-নাতে আটক করে পুলিশ। পরে সোমবার ভ্রাম্যমাণ আদালতে শামিম তার দোষ স্বীকার করায় আদালত তাকে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(খ) ধারায় ১মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে।