সংবাদদাতা: চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৬ মামলায় ১৬’শ টাকা জরিমানা ও বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বৈশি^ক করোনা জনসচেতনতার লক্ষে হাজীগঞ্জের পিরোজপুর বাজার এ অভিযান ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতার।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের নির্দেশনা মোতাবেক এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মাস্ক ব্যবহার না করায় ও দোকানে নিম্ন মানের পণ্য বিক্রয় করায় ৬ প্রতিষ্ঠান ১৬’শ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। তিনি বলেন, সরকারের নির্দেশনা মেনে চলুন। নিজে সুস্থ থাকুন এবং অপরকেও সুস্থ থাকতে সহযোগিতা করুন।
এ সময় পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়।