হাজীগঞ্জে বিএনপির মমিন-মতিন গ্রুপ সমর্থিত ছাত্রদলের দু গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্ররার বিকেলে হাজীগঞ্জ মধ্য বাজারে। এ ঘটনার সময় প্রায় আধা ঘণ্টা চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। মমিন গ্রুপের আহতরা হলেন টগর, আকরাম, শাহীন, ইকবাল এবং মতিন গ্রুপের আহতরা হলেন সোহেল কাজী ও জসিম। এ ঘটনায় মতিন সমর্থিত বিএনপি নেতা ও হাজীগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটোয়ারীর বাড়িটি ভাংচুর করে ক্ষতিসাধন করা হয়।
হাজীগঞ্জ উপজেলায় বিএনপি ও তার সকল অঙ্গ-সংগঠন দুটি ভাগে বিভক্ত। এর মধ্যে একটি অংশের নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক আর অপর অংশের নেতৃত্ব দেন বিএনপি থেকে ৪ বারের নির্বাচিত সাংসদ এমএ মতিন।
জানা যায়, আজ শনিবার দুপুরে হাজীগঞ্জ পূর্ব বাজারে জেলা ছাত্রদলের একটি অংশের সমর্থনে ও এমএ মতিনের ব্যানারে ছাত্রদলের একটি অংশ সভা ডাকে। এ সভা উপলক্ষে ছাত্রদলের লিফলেট বিতরণ করা হয়। বিতরণকৃত লিফলেটটি বিতর্কিত বলে অভিযোগ তোলে মমিন সমর্থিত ছাত্রদল। এ ছাড়া মমিন ইঞ্জিনিয়ারের অংশ আলাদাভাবে আরেকটি সভার আয়োজন করে বলে জানা যায়। এ থেকেই ঘটনার সূত্রপাত।
সংঘর্ষ চলাকালে হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে ও চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাজীগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও বাজারের পরিবেশ শান্ত হয়ে আসে। এ ঘটনার পরেই শহীদ আলী আজ্জম সড়কে অবস্থিত বিএনপি নেতা (মতিন সমর্থিত) ও হাজীগঞ্জ মডেল কলেজ অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটোয়ারীর বাড়ি ভাংচুর করে একদল দুর্বৃত্ত।
এ বিষয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম মিয়াজীর (মমিন সমর্থিত) সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অপরদিকে মতিন সমর্থিত ছাত্রদল নেতা জিসান আহমেদ সিদ্দিকী বলেন, এটা আমাদের পূর্ব নির্ধারিত সভা। এ সভার মাইকিং করতে গেলে মমিনের লোকেরা আমাদের বাধা দেয় ও আমাদের লোকদের আহত করে। এ ঘটনায় ড. আলমগীর করিব পাটোয়ারী বলেন, আমার বাড়ি ভাংচুর করে যারা খুশি হয়েছে তাদের সাথে আমিও খুশি। অপর এক প্রশ্নে তিনি বলেন, এ ঘটনায় আমি মামলা করবো না।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, আমরা শুনেছি ২/১ জন আহত হয়েছে। পরিস্থিতি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া হাজীগঞ্জে বিএনপির কোনো গ্রুপেরই আজ সমাবেশ করার কোনো অনুমতি নেই বলে তিনি জানান।