রফিুকল ইসলাম বাবু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার ৫নং সদর ইউনিয়নের মাতৈন এলাকা থেকে কামরুল ( ৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে হাজীগঞ্জ থানা পুলিশ। এর আগে ভোরে বাড়ির পাশে এক যুবকের লাশ ঝুলতে দেখে এক মহিলা। উদ্ধার হওয়া এই যুবক ওই এলাকার মৃত জহিরুল ইসলামে ছেলে। তারা স্ব-পরিবারে খুলনা বসবাস করে। ইউনিয়নে বসবাসকারী সুলতান মাহমুদ সাংবাদিকদের জানান, নিহত যুবকটি এলাকায় তেমন একটা থাকতো না। তবে কেউ কি তাকে হত্যা করে গাছের সাথে টানিয়ে রেখেছে না যুবক নিজেই ফাঁস দিয়েছে তা বুঝা যায়নি। যুবকটি মাদকাসক্ত ছিলো বলে জানা গেছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধারের পরে ময়না তদন্ত শেষে বিষয়টি সম্পর্কে পরিস্কার বুঝা যাবে।