স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাজীগঞ্জে মাদক সেবনের অপরাধে মোবারক (২৫) কে ৬ মাসের, পতিতা রিয়া মনি (২০) কে ১ মাসের কারাদন্ড ও সোহেল রানা (২২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে গভীর রাতে রাস্তায় ঘুরাপেরার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ মে) দুপুর ১টায় হাজীগঞ্জ উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. মুর্শিদুল ইসলাম এই দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত মোবারক হাজীগঞ্জ রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর গ্রামের আঃ মান্নানের ছেলে। রিয়া মনি শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের বাসিন্দা। সোহেল রানার বাড়ী হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামে।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে হাজীগঞ্জ উপজেলার পাতানিশ এলাকা থেকে উপ-পরিদর্শক (এসআই) আঃ রাজ্জাক রিয়া মনি ও সোহেল রানাকে আটক করে। পৃথক অভিযানে উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান রাত ১টার দিকে রাজারগাঁও বাজার থেকে মাদক সেবন অবস্থায় মোবারককে আটক করে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, দন্ডপ্রাপ্ত দুইজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং মাদ্রাসা ছাত্রকে জরিমানা শেষে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।