সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদদাতা
হাজীগঞ্জে মাদকের নীল ছোঁয়া কেড়ে নিচ্ছে অনেক তাজা প্রাণ। হাজীগঞ্জে মাদক দ্রব্যের ব্যবহার বেড়েই চলছে। এর আগে সাধারণত গাঁজা ও মদের ভেতর নেশাকারীরা সীমাবদ্ধ ছিল। এখন প্যাথিড্রিন, ইয়াবা, হেরইন, সেবীদেরও সংখ্যা বাড়ছে। শুধু শহর নয়, উপজেলার প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে গেছে মাদকের নীল নেশা। কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ অর্থাৎ বিভিন্ন শ্রেণীর মানুষ এসব মাদকদ্রব্য পরিবহণ, বিক্রি এবং সেবনের সাথে সম্পৃক্ত।
হাজীগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। রেল সড়ক ও নৌপথে হাজীগঞ্জ থেকে দেশের সর্বত্র যাতায়াত করা যায়। সড়ক পথে চাঁদপুরের পূর্বে পার্শ্ববর্তী জেলা হচ্ছে কুমিল্লা, দক্ষিনে নোয়াখালী। এই মাদকগুলো মূলত কুমিল্লা সীমান্তবর্তী ভারতীয় এলাকা দিয়ে পাচার হয়ে আসছে সরাসরি চাঁদপুর জেলার প্রান কেন্দ্র হাজীগঞ্জে। বর্ডার সীমান্ত দিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণ অবৈধ পণ্যের পাশাপাশি মাদকদ্রব্য পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার মাদক ব্যবসায়ীরা সরাসরি কুমিল্লা থেকে মাদকদ্রব্য নিয়ে আসে। মোটামুটি এখানে মাদক সামগ্রী প্রাপ্তি অনেকটা সহজলভ্য। তবে চাঁদপুর জেলার মধ্যে মাদকের সবচেয়ে বড় ঘাঁটি এবং ট্রাজেটি গড়ে রয়েছে হাজীগঞ্জ ও শাহরাস্তি এলাকায়। চাঁদপুর শহরের মাদক ব্যবসায়ীরা সাধারণত হাজীগঞ্জ থেকেই তাদের প্রয়োজনীয় মাদক সামগ্রী সংগ্রহ করে থাকে। মাদকদ্রব্য হাজীগঞ্জে সংকট সৃষ্টি হলে তারা চলে যায় শাহরাস্তি দোয়াভাঙ্গা। সেখান থেকে প্রয়োজনীয় মাদক সামগ্রী নিয়ে আসে। মাদকের সহজলভ্যতার কারণে দিন দিন আসক্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। ঘটছে তাজা প্রাণহানীর ঘটনা। সবচেয়ে লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, এমন এমন সব তরুণ-যুবকরা মাদকের নীল ছোঁয়ার বেড়াজালে নিজেদের আবদ্ধ করছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, মাদক বিরোধী অভিযানে উপজেলা সর্বস্তরের জনগনের সহযোগীতা ও সহায়তা কামনা করেন। তিনি আরো জানান, পুলিশ প্রশাসন চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের এনায়েতপুর নামক স্থানে ও রামগঞ্জ-গৌরীপুর সড়কে জিয়া নগর নামক স্থানে চেক পোষ্ট বসিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য সহ আটক করেছে বহুবার।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, মাদক বিরোধী অভিযান সব সময় অব্যাহত থাকবে। হাজীগঞ্জ থেকে মাদক নিমূল করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।