হুমায়ুন কবিরঃ
হাজীগঞ্জ উপজেলায় ৩২ বোতল ফেন্সিডিল, ৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের পূর্ব বাজার থেকে ৩ জনকে আর রবিবার দিাবগত রাতে ইয়াবাসহ মকিমাবাদ এলাকা থেকে দুই জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, কচুয়া উপজেলার উজানী গ্রামের সাদ্দাম হোসেন (৩০), তার স্ত্রী হালিমা আকতার (২৪), হাজীগঞ্জের বলাখাল সেরাজুল হকের ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৪), মকিমাবাদ গ্রামের দাই বাড়ীর রফিকুল ইসলামের ছেলে মো. রাসেল (২১) ও শাহরাস্তি উপজেলার উপলতা গ্রামের ফজলুল হকের ছেলে রাব্বি (১৭)।
রবিবার রাতে আটককৃত ২ মাদক ব্যবসায়ীর ৬ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। হাজীগঞ্জ থানার এসআই আবদুল বাতেন ভূঁইয়া তাদের সাথে ইয়াবা ও ইয়াবা পান করার সরঞ্জামাদীসহ আটক করে।
হাজীগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম ভ্রাম্যমান আদালতে তাদেরকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বিষয়টি নিশ্চিত করেছেন।
শিরোনাম:
শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।