রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুরের হাজীগঞ্জে মাদক বিক্রেতা মনির হোসেন রাজু (২৬) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৫ মে) বিকাল সাড়ে ৩টায় হাজীগঞ্জ উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. মুর্শিদুল ইসলাম এই দান্ডাদেশ দেন। মনির উপজেলার পশ্চিম বড়কুল ইউয়িনের বড়কুল গ্রামের গাজী বাড়ীর মৃত আঃ রাজ্জাক গাজীর ছেলে। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মানান্না বলেন, মনির দীর্ঘদিন গ্রামে গাঁজার ব্যবসা করে আসছে। তার এই ধরনের কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে তার মা সেলিনা বেগম হাজীগঞ্জ থানায় খবর দেয়। দুপুর আড়াইটায় তাকে বাড়ী থেকে পুলিশ আটক করে নিয়ে আসে।