প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাদ্রাসার ছাত্র আহসান হাবিব (১৪) নিখোঁজের পর মুঠোফোনে মুক্তিপণ দাবী করা হয়েছে। এ বিষয়ে নিখোঁজের পরিবারের পক্ষ থেকে কুমিল্লা র্যাব-১১ ও হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
নিখোঁজ আহসান হাবিব উপজেলার গোপালখোঁড় আবদুল হাই হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। তার বাবা নাটেহরা গ্রামের মজুমদার বাড়ীর মো. গোলাম মাওলা। সে বাবার ছোট সন্তান।
থানা অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১২ মে সোমবার মাদ্রসায় যাওয়ার পর থেকে নিখোঁজ হয় হাবিব। মাদ্রাসার হাফেজ মাওলানা ওমর ফারুক বলেন, সোমবার হাবিব মাদ্রসায় আসেনি।
নিখোঁজ হাবিবের ভাই মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আজ বৃহস্পতিবার মুঠোফোনে দুইবার মুক্তিপণ দাবী করেছে। পুলিশ ও র্যাবকে প্রতি মূহুর্তে জানানো হচ্ছে।
তিনি আরো জানান, প্রথমে হাজীগঞ্জ থানায় ১৩ মে মঙ্গলবার নিখোঁজ ডায়েরী করা হয়। যার নং ৫৪২। এরপর একটি মুঠোফোন থেকে মুক্তিপণ দাবি করা হলে পুলিশ কে জানানো হয়।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহআলম বলেন, উদ্ধারের চেষ্টা চলছে।
র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার এএসপি সোহেল বলেন, মুঠোফোনের সূত্রধরে উদ্ধারের চেষ্টা চলছে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।