সাখাওয়াত হোসেন মিথুনঃ
হাজীগঞ্জে আজ মঙ্গলবার ২৩ অক্টোবর দুপুরে এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
ওই প্রতিবন্ধী যুবক উপজেলার ৩ নং কালোচোঁ ইউনিয়নের সিহিরঁচো জয়নাল আবেদীন মজুমদার বাড়ীর পাহারাদার সুমন (২৩)।
গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ীর ১৫০ গজ দুরে হাজীগঞ্জ-তারাপস্নালা সড়কের পশ্চিম পাশের ডোবায় লাশের সন্ধান পায়। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্ত্মে পাঠায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী সুমন গত সোমবার সন্ধ্যায় মসজিদে মাগরিবের নামায পড়তে গিয়ে আর বাসায় ফিরেনি। রাতে অনেক খোঁজাখুজির পর হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রী করা হয়েছে।
লাশ দেখে নিহত সুমনের মা বলেন, আমার প্রতিবন্ধী ছেলের শত্রম্ন কে? কে তারে চুরি দিয়ে জখম করল। ওই সন্ত্রাসীদের বিচার চাই।
স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, মাত্র ৬ মাস দাম্পত্ত জীবন। কে আমার স্বামীর শত্রম্ন হইল?
লাশ দেখে স্থানীয়রা জানিয়েছেন, নিহত সুমনের শরীরের গাঁড়ের দু’পাশে, বুকে, পেটে ও মখমন্ডলে চুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
সিহিরচোঁ গ্রামের দোকানদার জামাল হোসেন বলেন, গত সোমবার মাগরিবের নামাযের পর সুমন চা- খেয়ে চলে যায়। এরপর রাতে খবর পাই সুমন নিখোঁজ হয়।
নিহত সুমনের বাড়ী ৫ নং সদর উপজেলার দোয়ালীয়া গ্রামের মারওয়ান বাড়ী। ছোট বেলায় তার বাবা আবদুল মমিন মারা যাবার পর থেকে সিহিরচো মামা জয়নাল আবেদীনের বাড়ীতে বড় হয়। মামা ঢাকায় সহপরিবারে বসবাস করায় সুমন গ্রামের বাড়ী দেখভাল করে আসছিল।