সাখাওয়াত হোসেন মিথুন, হাজীগঞ্জঃ
২৪ সেপ্টেম্বর সোমবার বাদ জোহর চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গন হতে মার্কিন যুক্তরাষ্ট্রে রাসূল (সা:) কে অবমাননা করে সিনেমা তৈরী ও প্রদর্শনের প্রতিবাদে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের হয়। বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি প্রায় ৩০ মিনিট সময় অতিবাহিত করে।
ওইসময় হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। …
গতকাল সকাল থেকেই মসজিদ প্রঙ্গনে মুসল্লিদের সমাগম বাড়তে থাকে। ওই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রায় ৫ সহস্রাধিক মুসলমান বিক্ষোভে অংশ নেয়। হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের উদ্যোগে সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে ওই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল নেতৃত্বদেন হাজীগঞ্জ পৌর মেয়র আব্দুল মান্নান খান বা”চু, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অহসান হাবিব অরুণ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাকির হোসেন মিয়া, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সাবেক পেশ ইমাম ও খতিব রফিক আহম্মদ, বর্তমান পেশ ইমাম ও খতিব আব্দুর রউফ সহ বিভিন্ন মাদ্রারাসার অধ্যক্ষ, শিক্ষক, ছাত্রসহ সর্বস্তরের মুসলমান এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিল শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্’িন জনতার সামনে বক্তব্য রাখেন বিভিন্ন ওলামা ও মাশায়েকগণ। বক্তারা বলেন, মতপ্রকাশে স্বাধীনতার নামে ইসলাম বিরোধী কার্যকলাপ কোন ভাবেই মেনে নেওয়া যায়না। যারা এই জগন্নতম অপরাধ করেছে তাদের ক্ষমা নেই। কোন ইমানদার মুসলমান ইসলাম ও মহানবী (সঃ) এর অবমাননা সহ্য করতে পারে না। ‘ইনোসেন্স অব মুসলিমস’ নামক চলচিত্র সারা বিশ্বে নিষিদ্ধ করতে হবে। এবং যারা এই চলচিত্র নির্মান করেছে তাদের ফাঁসি দাবি করা হয়।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।