রফিকুল ইসলাম বাবু।
জেলার হাজীগঞ্জ উপজেলায় তিন মাদকসেবীকে ছয় মাসের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মুর্শিদুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে এই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, হাজীগঞ্জ পৌর এলাকার রান্ধুনীমুড়া গ্রামের মো. আল-আমিন (২৪), হাছান মাহমুদ মুন্সী (২২) ও মাতৈন গ্রামের সৈকত (২০)। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুর রাজ্জাক জানায়, বৃহস্পতিবার রাতে টোরাগড় এলাকায় ইয়াবা কিনতে গিয়ে স্থাণীয় জনতার হাতে ধরা পড়ে এই তিন যুবক। পরে উদ্ধার করে হাজীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মুর্শিদুল ইসলাম সাজার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলায় মাদক মুক্ত করতে আমাদের ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।