সাখাওয়াত হোসেন মিথুনঃ
হাজীগঞ্জে শিক্ষকের বেতের আঘাতে শিক্ষার্থীদের শরীর জর্জরিত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঐ এলাকার অভিভাবকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার ও রবিবার উপজেলার সাদ্রা হামিদিয়া সিনিয়র মাদ্রাসায়।
জানা যায়, উক্ত মাদ্রাসার গণিত শিক্ষক শান্তি চক্রবর্তী। তিনি গত বুধবার নবম শ্রেণীর গণিত ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের বেত দিয়ে বেদম প্রহার করেন। এই সময় স্থানীয় সাদ্রা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আঃ রহিম (রোল ০৯) কে অতিরিক্ত বেত্রাঘাত করা হয়। এতে করে ক্লাসে আঃ রহিম অসুস্থ হয়ে পড়ে। ফের গত রোববার একই শিক্ষক একই ক্লাসে সমেশপুর নোয়া বাড়ির মঈন (রোল-১৯) কে বেত্রাঘাত করে।
নবম শ্রেণী ছাত্র আঃ রহিম জানান, গণিতের শান্তি স্যার ক্লাসে আমাদেরকে বেত দিয়ে প্রহার করে। ক্লাসে অন্যদের থেকে আমাকে বেশী মারধর করার কথা বলার সাথে সাথে উনি আমার উপর ক্ষেপে যান। এ সময় তিনি সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ভবিৎষতে এ ছাত্র থেকে (আঃ রহিম) ক্লাসে কোন পড়া আদায় করা হবে না।
অভিযুক্ত শিক্ষক শান্তি চক্রবর্তীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ছাত্র অন্যায় করেছে তাই তাকে দুই বেত দেওয়া হয়েছে। ক্লাসে বেতের ব্যবহার প্রসঙ্গে এ শিক্ষক বলেন, সব শিক্ষকরাই বেতের ব্যবহার করে। আমি করলে দোষ কিসের?
সাদ্রা হামিদিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ রহিমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি কয়েকজন অভিভাবক আমাকে জানিয়েছে। আমি ঐ শিক্ষককে বলেছি কাজটি আপনি ঠিক করেননি। ক্লাসে বেত নেওয়া প্রসঙ্গে তিনি আরো বলেন, শিক্ষকদের আগেই বলা হয়েছে কেউ বেতের ব্যবহার করলে তার দায়দায়িত্ব তাকেই নিতে হবে।
উপজেলা ম্যধমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর জানান, আমাকে এখনো কেউ বিষয়টি জানায়নি, তবে বিষয়টি সঠিক হলে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।