হাজীগঞ্জ : হরতালে পিকেটিং করার দায়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শিবিরকর্মী আব্দুল হামিদকে (২১) তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যামাণ আদালত বসিয়ে এই কারাদণ্ড প্রদান করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জের এনায়েতপুর এলাকায় হরতালের সমর্থনে পিকেটাররা গাড়ি ভাংচুর করে। পরে ওই শিবিরকর্মীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা বলেন, গাড়ী ভাংচুর ও পুলিশের কাজে বাঁধা প্রদান করায় এই সাজা প্রদান করা হয়েছে।