প্রতিনিধি
হাজীগঞ্জ উপজেলায় বখাটের পরিবারের হামলায় দুই বোন এখন হাসপাতালে চিকিৎসারত। দুই বোনের অপরাধ থানায় শ্লীলতাহানীর অভিযোগ দেয়া।
গতকাল বুধবার উপজেলার ৯ নং গন্ধব্যপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে থানায় অভিযোগ দেয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।
আহত দুই বোন হলেন, মোহাম্মদপুর গ্রামের আমান উল্লাহর মেয়ে কোহিনুর আক্তার (২২) ও জেসমিন আক্তার (২৪)।
বাবা আমান উল্লাহ জানান, তার দুই মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যেক্ত করে আসছে একই গ্রামের মুকবুলের ছেলে মানিক ও আফজালের ছেলে দুলাল। এ বিষয়ে গত ৭ জুলাই হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এরপর থেকে বখাটেরা বিভিন্নভাবে হুমকী-ধমকী দিয়ে আসছে। তারই সূত্র ধরে বুধবার দুপুরে বাখাটেরা সংঘবদ্ধ হয়ে মেয়েদের উপর হামলা চালায়। দা দিয়ে কোপ দিয়ে দুই মেয়ের মাথা পাঠিয়ে দিয়েছে বখাটেরা। তাদের শীঘ্রই গ্রেফতার করা হোক।
তবে এ ব্যাপারে বখাটে মানিকের বাবা মুকবুল হোসেন বলেন, ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করা হয়েছে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মাহমুদ বলেন, হামলার ঘটনা জানতে পেরেছি। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বলেন, অভিযোগটি মামলা হিসেবে নেয়া হবে।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।