এম.সাখাওয়াত হোসেন মিথুন:
হাজীগঞ্জ উপজেলায় সবজি চাষে বেশ আগ্রহ বাড়ছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কৃষকরা অত্যন্ত ব্যস্ত সময় পার করছে। চলতি শীত মৌসুমে ২৩৫ হেক্টর জমিতে বিভিন্ন সবজি চাষ করা হয়েছে। গত বছরের চেয়ে এবার সবজি চাষীর সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে বলে বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি শীত মৌসুমে উপজেলার সবজি চাষীরা ২৩৫ হেক্টর জমিতে সবজি চাষ করেছে। এসবের মধ্যে পাতা কপি, ফুল কপি, বেগুন, সিম, মূলা অন্যতম। বিগত বছরের তুলনায় কৃষকররা এবার লাভবান হবেন বলে মনে করছেন কৃষিবিদরা। সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, সবজি চাষীরা ভোর হওয়ার সাথে সাথে সবজি মাঠে পরিচর্যার জন্য উপস্থিত হন। প্রতিনিয়ত উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাদের পরামর্শে যত্ন নিচ্ছেন। এ প্রসঙ্গে উপজেলার চাকলমা গ্রামের সবজি চাষী নরত্তম চন্দ্র বলেন, ২বিঘা জমিতে ফুল কপি চাষ করেছেন। তার প্রতি বিঘায় খরচ হয়েছে ৪ হাজার টাকা। ঠিকমতো চাষ সম্পন্ন হলে ৪০-৪৫ হাজার টাকায় বিক্রি করা সম্ভব হবে। এছাড়া বর্তমান সরকারের আমলে সার ও বীজের পর্যাপ্ত সরবরাহ থাকায় চাষীদের কোন ঝামেলা পোহাতে হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। জামাল উদ্দিন নামে এক বেগুন চাষী বলেন, ১০ কাঠা জমিতে বেগুন চাষ করেছেন। অগ্রহায়ণের ১৫ তারিখের পর থেকেই বিক্রিযোগ্য হবে। তবে বর্তমানে সবজির দাম ভাল থাকায় তিনি আনন্দ বোধ করেছেন। এরকম সবজির দাম স্থায়ী থাকলে সবজি চাষীরা লাভবান হবে। তবে এর জন্য প্রয়োজন অনূকুল আবহাওয়া। তবেই কাঙ্খিত ফলন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সব মিলিয়ে উপজেলার সবজি চাষীদের প্রত্যাশা অনুযায়ী উৎপাদন হলে চাষীদের সংখ্যা বাড়বে। পাশাপাশি উপজেলাবাসীদের প্রয়োজন অনুযায়ী সবজি জোগান দেয়া সম্ভব হবে।
চাঁদপুর নিউজ সংবাদ