সাখাওয়াত হোসেন শামীম :
জনগনের পক্ষে কথা বলায় হাজীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু, আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার করছে। অপ প্রচারের সূত্র ধরে স্থানীয় দুটি পত্রিকায় আমার বিরুদ্ধে বিভ্রান্তকর সংবাদ পরিবেশন করে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় ১১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ আকবর হাসেন সাংবাদিক সম্মেলনে এ দাবী জানান। সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আমি কাউন্সিলর হওয়ার পূর্বে ইউনিয়ন পরিষদের সদস্য ছিলাম। সদস্য থাকাকালীন আমি ন্যায় নিষ্টার সাথে জনগনের খেদমত করেছি। জনগণ আমাকে পূর্নরায় হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত করেছে। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর আমার ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সহযোগিতা করছি। এমনকি পৌরসভার উন্নয়ন কাজের বরাদ্ধ না থাকা সত্বেও আমার নিজের অর্থ দিয়ে রাস্তা-ঘাট, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উন্নয়ন কাজে আর্থিক সহায়তা করছি।
কাউন্সিলর আকবর সংবাদ সম্মেলনে আরো বলেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে ভিজিএফ চাল আত্মসাৎ করেছি বলে অভিযোগ তোলে। অথচ আমার ওয়ার্ডের অসহায় হতদরিদ্রদেরকে ভিজিএফ চাল সঠিকভাবে দিয়ে আসছি। যাদের কথা উল্লেখ করা হয়েছে তারা আমার ওয়ার্ডের ভোটার ও স্থায়ী বাসিন্দা। আর বাকি দু’জন পৌর মেয়রের কর্মচারী জাহাঙ্গীর ও ফরিদ, যা মিথ্যাভাবে অপপ্রচার করে আজ মেয়র নিজের জনপ্রিয়তা হারাচ্ছে। ২০১২-১৩ অর্থ বছরে হাজীগঞ্জ পৌরসভায় ১৩ কোটি টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করলেও নদীর দক্ষিণ পাড় ৩টি ওয়ার্ডে মাত্র সাড়ে ৫ লক্ষ টাকা উন্নয়ন বাজেট দিয়েছে। কিন্তু তিন ওয়ার্ডের জনগণের পাশে দাড়ানোর কারণেই মেয়র আজ নিজ এলাকার জনগনের বিরুদ্ধে কথা বলছে। আমি চাই পৌরসভার সকল ওয়ার্ডের সমান এই তিন ওয়ার্ডের উন্নয়নকাজের অংশ সমান ভাবে বন্টন হোক। কিন্তু মেয়র তা চাচ্ছেনা বলেই আমার বিরুদ্ধে অপ্রচার করছে এবং সংবাদ পরিবেশককে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেণ।
এ সময় হাজীগঞ্জের কর্মরত বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।