গাজী নাছির:
হাজীগঞ্জ পৌর সভার ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া রানীর বাজার মৃত আলী আসসাদ চৌধুরীর সিএসজি গ্যারেজে রবিবার ভোর রাতে আগুন ধরিয়ে দেয় দূর্বত্তরা। ঐ সময় একটি দৌচালা টিন সেট ঘরে থাকা ৪টি সিএনজি স্কুটার, বাজাজ কোম্পানীর ১টি ডিসকভারী মটর সাইকেল ও মিনি পিকআপ ভ্যান গাড়ি অল্পের জন্য পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। জানা যায়, ঘরটির সামনে জ্বালানী কাঠ বিক্রি করে স্থানীন ব্যবসায়ী মনির নামের একজন। রাতে গ্যারেজের নৈশপ্রহরী স্থানীয় আনা মিয়া মেম্বার বাড়ির বদু মিয়ার ছেলে শহিদ ঘনটনার দিন রাতে গ্যারেজে তালা মেরে বাড়িতে চলে যায়। ভোর রাতে এসে দেখে গ্যারেজ থেকে আগুনের ধোয়া বের হচ্ছে। তাৎক্ষনিক ডাক চিৎকারে আশে পাশের লোকজন এসে গ্যারেজের তালা খুলে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে দেখা যায়, পূর্ব শত্রুতার জেরধরে কে বা কাহারা পাশের একটি দোকানের পর্দার কাপড় এনে গ্যারেজের জানালা ভেঙ্গে ঐ কাপড়ে জ্বালানী তৈল মিশিয়ে আগুন দরিয়ে দেয়। এ ব্যপারে জানতে চাইলে শহিদ জানায় তার সাথে কারো শত্রুতা নেই। যারা এমন কাজ করেছে একমাত্র আল্লাহ্ তাদের বিচার করবে।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।