সাখাওয়াত হোসেন মিথুনঃ
হাজীগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক হারে বেড়েছে সিলিন্ডার গ্যাসের ব্যবহার। একশ্রেণীর ব্যবসায়ীরা এ নিয়ে প্রতারণা শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাধারণত, যমুনা ও বসুন্ধরা কোম্পানির সিলিন্ডার গ্যাসের চাহিদা বেশি হওয়ায় গ্রাহকরা এ গ্যাস বেশি ব্যবহার করছেন। এসব কোম্পানির সিলিন্ডারে ১২ কেজি গ্যাস ভর্তি থাকে। সিলিন্ডারের মুখে কোম্পানির নাম ও গ্যাসের পরিমাণ লেখা থাকে। কিন্তু যমুনা ও বসুন্ধরার পুরনো সিলিন্ডারে ১০ কেজি গ্যাস ভর্তি করে ১২ কেজি বলে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। প্রকৃতপক্ষে ওই সিলিন্ডারে ১০ কেজি গ্যাস থাকলেও ১২ কেজি আছে বলে ঠিক ১২ কেজির টাকাই আদায় করছে ওই দোকানের মালিক। এক্ষেত্রে গ্রাহকরা প্রতারণার শিকার হচ্ছেন।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।