সাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদদাতা
হাজীগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব বড়কূল ইউনিয়নের বেলচোঁ হাই স্কুলের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘ দিন উক্তাত করার পর গত সোমবার সরাসরি দুই বখাটে ইভেটেজিং করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বখাটেদের বাড়ি একই ইউনিয়নে সোনাইমুড়ি আবুল ফারার ছেলে সাদ্দাম অপর জন মনুখার ছেলে ফারুক ইবটেজিং কারীদের মদদ দাতা হচ্ছে সোনাইমুড়ি সর্দার বাড়ির রুবেল সে সংবাদ কর্মীকে হুমকি দিয়ে বলে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে দেখিয়ে ছাড়বে। এই নিয়ে ঐ এলাকায় ব্যপক উত্তেজনা সৃষ্টি হয়। স্কুল ছাত্রীর বাড়ি দোয়া গোল্ড কোন্দা বেপারী বাড়ি তার পিতা হাফেজ মোঃ আব্দুল বারেক। ইভটেজিং স্বীকার ছাত্রীর পিতা এব্যাপারে প্রশাসনকে না জানিয়ে মানইজ্জতের ভয়ে পুরো ঘটনাটি স্কুলের অভিববক প্রতিনিধিদের জানালে ঘটনার একদিন পর গতকাল সোমবার বেলচোঁ স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ে এলাকার জনপ্রতিনিধি নিয়ে গ্রাম্য শাল্লিশি বসে। এক পর্যায়ে বখাটেদের গ্রাম একই এলাকায় হওয়াতে বিচাররা ভেবে চিন্তে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে বিচারের রায়ে দুই ইভটেজারকে ১০টি করে বিশ জুতার বাড়ি প্রদান করা হয়। এবং ভবিষৎতে এমন ঘটনা পুনারাবৃত্তি যেন না হয় এ ব্যাপারে সাদা কাগজে মোছড়েকা লিখে ছেড়ে দেওয়া হয়। বিচার শেষে উভয় পক্ষ সভাকক্ষ থেকে বের হয়ে স্কুল মাঠে এলে উত্তেতির হয়ে হাতা হাতি লেগে যায়। বড় দরনের কোন দূর্ঘটানা ঘটার পূর্বেই এলাকার গণ্যমান ব্যক্তিরা মিমাংসা করে দেয় উভয় পক্ষকে। স্থানীয়রা জানান, দুই ইভটেজারের মধ্যে ফারুক একটু বেশী বখাটে পনা। সে স্কুলের ছাত্র না হয়েও স্কুল ছুটির পরক্ষনে বিভিন্ন মেয়েদেরকে চলাচল পথে বাদা সৃষ্টি করে। এবং অনায়াশে অনেক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। এ ঘটনার পর বিচারকরা স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, এর পর নতুন করে ইভটেজিংএর ঘটনা ঘটলে কোন বিচার নয়, সরাসরি আইন প্রয়োগকারীদের হাতে তুলে দেওয়া হবে।
চাঁদপুর নিউজ সংবাদ