প্রতিনিধি
হাজীগঞ্জে স্কুল ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পাখি পোশাক নিয়ে বিউটি নামের ওই স্কুল ছাত্রীকে হত্যা করা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে সে হৃদরোগে মারা গেছে। ঘটনাটি ঈদের দিন বিকেলে হাজীগঞ্জের ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের তারালিয়া গ্রামের চাঁদের বাড়িতে ঘটে। বিউটি মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তারালিয়া চাঁদের বাড়ির প্রবাসী সাহাব আলীর ছোট মেয়ে বিউটি আক্তার কথিত পাখি ড্রেস নিয়ে বড় ভাইয়ের সাথে তর্কবিতর্কের পর ভাইয়ের আঘাতে বিউটির মৃত্যু হয়। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে একবার আত্মহত্যা আরেকবার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তড়িঘড়ি করে বিউটিকে দাফন করা হয়। বিউটিকে দাফনের পর থেকে তার বড় ভাই ফারুক আহমেদ (৩০) পলাতক রয়েছে বলে এলাকাবাসী জানায়।
এদিকে বিউটির মা পারভীন বেগম জানান, মেয়ে আত্মহত্যা বা হত্যা কোনোটিই হয়নি। বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হওয়ায় ডাক্তারের কাছে নেয়ার পথে সে মারা যায়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, বিষয়টি আমরা জেনেছি। তদন্ত করে ব্যবস্থা নেবো এবং পুলিশকে না জানিয়ে লাশ দাফন করার কারণ খুঁজে বের করবো।