বিশেষ প্রতিনিধি
হাজীগঞ্জে আলোচিত হত্যাকাণ্ডের শিকার স্কুল ছাত্র মোঃ রাব্বি (১৪) হত্যা মামলার সন্দেহভাজন আসামী হিসেবে মোস্তফা গাজী (৬০)কে গতকাল মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার এসআই বিপ্লব কুমার সিংহ হাজীগঞ্জ পৌরসভাধীন মেসার্স পাটওয়ারী ব্রিক ফিল্ড থেকে তাকে গ্রেপ্তার করে। মোস্তফা গাজী ঐ ব্রিক ফিল্ডের দারোয়ান।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি রাব্বি পরিত্যক্ত মেসার্স পাটওয়ারী ব্রিক ফিল্ডে কয়লা কুড়ানোর জন্য যায়। ২ দিন পর চুলার ভেতর থেকে রাব্বির মৃতদেহ উদ্ধার করা হয়। থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত প্রতিবেদনে রাব্বিকে হত্যার বিষয়টি নিশ্চিত হয়।
এ ঘটনায় রাব্বির বাবা মোঃ জয়নাল আবেদীন অজ্ঞাত ৫-৬ জনকে আসামী করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাব্বি পৌরসভার রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। সে রান্ধুনীমুড়া গ্রামের চৈয়াল বাড়ির মোঃ জয়নাল আবদিনের বড় ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা বিপ্লব কুমার সিংহ জানান, রাব্বি হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের জন্য সন্দেহ ভাজন আসামী হিসেবে মোস্তফা গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে থানা হাজতে থাকা মোস্তফা গাজী জানান, আমি রাতের বেলায় ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলাম। কে বা কারা কিভাবে ছেলেটিকে মেরেছে এ বিষয়ে আমি কিছুই জানি না।