সাখাওয়াত হোসেন মিথুনঃ
হাজীগঞ্জে হাট-বাজারে অবাধে ভেজাল এবং নিম্নমানের সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এই ভেজাল ব্যবসা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ভেজাল সয়াবিন তেলের ব্যবসা করে হাজীগঞ্জ পৌর বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী লাখোপতি হয়েছে বলে একাধিক সূত্রে প্রকাশ। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার হাট-বাজারে ১কেজি খোলা খাঁটি সয়াবিন তেলের দাম ১২৮ টাকা, ১কেজি কোয়ালিটি সয়াবিন তেলের দাম ১০০ টাকা এবং ১কেজি পামওয়েলের দাম ৯০ টাকা। উক্ত অসাধু সয়াবিন ব্যবসায়ীরা ওই পামওয়েল এবং সয়াবিন তেলের মত দেখতে কোয়ালিটি সয়াবিন তেলের মধ্যে কিছু খাঁটি সয়াবিন তেল মেশায়। এর পর ক্রেতা সাধারণ তাদের দোকানে গেলে ওই ভেজাল তেলকে খাঁটি সয়াবিন তেল হিসাবে ১২৮ টাকা কেজি দরে বিক্রি করে। এদের মধ্যে অনেক ব্যবসায়ী আবার ১০০ টাকা কেজি দরের কোয়ালিটি সয়াবিন তেলকে খাঁটি সয়াবিন তেল হিসাবে ১২৮ টাকা কেজি দরে বিক্রি করে থাকে। বিশেষ করে ওই সকল ব্যবসায়ীরা গ্রামাঞ্চলের সহজ সরল লোকজনের কাছে ভেজাল ওই সয়াবিন তেলকে খাঁটি সয়াবিন তেল হিসাবে অবাধে বিক্রি করছে। গ্রামাঞ্চলের সহজ সরল লোকজন প্রতিনিয়ত ভেজাল ওই সয়াবিন কিনে প্রতারিত হচ্ছেন। পাশা-পাশি অনেকে ওই তেলের তৈরী খাদ্যদ্রব্য খেয়ে আমাশয়সহ নানা ধরনের পেটের পীড়ায় আক্রান্ত হচ্চে বলেও খবর পাওয়া গেছে। ভুক্তভোগীরা ওই সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
শিরোনাম:
শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।