চাঁদপুরের হাজীগঞ্জে ১৩০পিস ইয়াবাসহ তিনজন আটক করেছে পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মো. ইয়াছিন মজুমদার (৪৭) পৌরসভার মকিমাবাদ ৫নং ওয়ার্ড গাজী বাড়ি শহীদ গাজী (৬০), পৌরসভার ১০নং ওয়ার্ড রান্ধুনীমুড়া বেপারি বাড়ির আলীর হোসেন (৫০)।
বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি।
তিনি জানান, এসআই মো: সুমন ও এসআই রবিউল ইসলাম সহ তার সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় হাজীগঞ্জ ১৩০ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ ৭টি মোবাইল ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, ইয়াছিন মজুমদারের কাছে ১০ পিচ, শহীদ গাজীর কাছে ২৫ পিচ ও আলী হোসেনের কাছে ৯৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ খ্রিষ্টাব্দ , ১৮ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।