চাঁদপুর: হাজীগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা এ নির্দেশ দেন। এ নির্দেশ আগামী ২৯ অক্টোবর অর্থাৎ ৩ দিনের হরতাল চলাকালীন সময় পর্যন্ত চলবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল চলাকালে উপজেলা শ্রমিক দল নেতা আজাদ কাশারী ৫টি মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জ বাজারে গিয়ে দোকান বন্ধ রাখার জন্য বলেন। খবর পেয়ে আওয়ামী লীগ নেতারা বাজারে অবস্থান নেয়। এক পর্যায়ে ওই শ্রমিক নেতাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে পালিয়ে যায়।
তারপর থেকে বাজারে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে দু’দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ জন আহত হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, দু’দল মুখোমুখি অবস্থান নেয়ায় পরিস্থিতি সামাল দেয়া কঠিন। তাই ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।