শওকতআলী ॥ চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকা থেকে মাকসুদ হোসেন সোহেল (৪২) ও তার সহযোগী মো. আমিন (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় পৌর এলাকার মকিমাবাদ তাকওয়া মসজিদ সংলগ্ন জয়নাল ম্যানশনের চতুর্থ তলা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১হাজার ৮৩০ পিচ ইয়াবা উদ্ধার করে। সোহেল হাজীগঞ্জ উপজেলার বড়কুল পুর্ব ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের তপাদার বাড়ীর ইসমাইল হোসেন তপাদারের ছেলে এবং আমিন পাশ্ববর্তী ফরিদগঞ্জ জেলার সুবিদপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বেপারী বাড়ীর মৃত আলী আহম্মদ বেপারী ছেলে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম জানান, আটক মাকসুদকে দীর্ঘ দিন ধরে টার্গেট করা হয়েছিল। তাকে ইয়াবাসহ আটক করা অনেক কঠিন ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১৮’শ ৩০ পিসসহ তার সহযোগিসহ আটক করা হয়েছে। এ সময় তার মাদক ব্যবসা পরিচালনার দায়িত্বে থাকা আমিনকেও একই স্থান থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হবে।