প্রতিনিধি =
১৮ দলীয় জোটের ডাকা অবরোধের ৪র্থ দিনে হাজীগঞ্জে জোটের নেতা-কর্মীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে গতকাল মঙ্গলবার দিন অতিবাহিত হয়েছে।
বিএনপি’র কেন্দ্রীয় শীর্ষ নেতাদের মুক্তি, অবৈধভাবে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, হত্যা ও জোটের নেতা-কর্মীদের নির্যাতনের প্রতিবাদে ১৮ দলীয় জোটের টানা বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জের রাজপথে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশ মুখোমুখি অবস্থানে ছিল। তবে কোন সহিংসতার রূপ নিতে দেয়নি থানা পুলিশ। প্রথম রাজনৈতিক দলগুলোর সহিংসতা থেকে রক্ষা পেল বাজার ব্যবসায়ী ও সাধারণ জনগণ।
চাঁদপুরের সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়লে হাজীগঞ্জে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের মাঝে উত্তেজণা দেখা যায়। এর জের ধরে চাঁদপুর-কুমিল¬া আঞ্চলিক মহাসড়কে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে এবং সড়কের উপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকেটাররা।
এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে চাঁদপুরে-২ জন কর্মী নিহত হওয়ার খবর শুনে কয়েকটি মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন ভাংচুর করে অবরোধকারীরা। সকাল ৯টায় ১৮ দলীয় জোটের উদ্যোগে শহরে খণ্ড খণ্ড মিছিল বের হয়। সকাল সাড়ে ১০টায় ও দুপুর ১২টায় মিছিল করতে দেখা যায় ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের। মিছিলটি কাপড়িয়া পট্টির সম্মুখ থেকে বের হয়ে চাঁদপুর-কুমিল¬া মহাসড়ক প্রদক্ষিণ শেষে হাজীগঞ্জ টাওয়ার সম্মুখে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল¬া মাহ্মুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক এম.এ. নাফের শাহ্, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির সুমন, উপজেলা জামাতের সেক্রেটারী মোজাম্মেল হোসেন পরান, পৌর জামাতের আমীর মাওঃ আবুল হাসানাত, সেক্রেটারী আলহাজ্ব কবির হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান সেলিম, পৌর বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মোঃ কাউছার আহমেদ রিপন, বিএনপি নেতা মোঃ মনির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু ছায়েম মিয়াজী, যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ আলম খান, উপজেলা মৎস্যদলের সাধারণ সম্পাদক ইমান হোসেন, ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, পৌর ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ আলম হীরা, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, ১১নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ শাহ্আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হোসেন লারা, যুবনেতা মোঃ মিন্টু, স্বেচ্ছাসেবকদল নেতা শাহীন মজুমদার, মোঃ মঞ্জিল, মিজানুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্র শিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ শাহ্জালাল, হাজীগঞ্জ শহর শিবিরের সভাপতি মহসিন, সেক্রেটারী মোশারফ হোসেন, ছাত্রনেতা মোঃ হুমায়ুন কবির, এস.এম কিবরিয়া, মাহ্ফুজুর রহমান রবিন, সোহেল রানা, মোঃ ইকবাল, হাসান, হোসেন প্রমুখ।
শিরোনাম:
রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।