প্রতিনিধি
হাজীগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৯ টায় হাজীগঞ্জের মকিমাবাদ আমিন মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মাদক পাচারকারীদের আটক করা হয়। আটকৃতরা হলেন হাজীগঞ্জের জাহাঙ্গীর (৪০), কসবা উপজেলার জোহরা বেগম (৩৫), ইউসুফ (৩০) ও পারভীন (২৯)। প্রত্যেকের কাছে ব্যাগ বোঝাই ১২টি প্যাকেটে গাঁজাগুলো ছিল। অভিযানের নেতৃত্ব দেন ডিবির এস আই মামুনুর রশিদ সরকারসহ সঙ্গীয় ফোর্স। আটকৃতদের সাথে আলাপকালে তারা জানান, চাঁদপুরের হাজীগঞ্জ দিয়ে মাদক পাচারের একটি সহজ রাস্তা, এ এলাকার অনেকেই মাদক আমাদের কাছ থেকে নেয় বিক্রির জন্য। গতকাল কুমিল্লা থেকে আলাদা-আলাদাভাবে বরিশাল নিয়ে যাওয়ার জন্য হাজীগঞ্জ বাজারে আসি। স্কুলের সামনে আমরা অনেক্ষণ দাঁড়িয়েছিলাম। পরে ডিবি পুলিশ তল্লাশি করে আমাদের কাছ থেকে গাঁজাগুলো উদ্ধার করে।
চলতি মাসে মাদকের একটি বড় চালান আটক হওয়ার পর পুলিশ সুপার মোঃ আমীর জাফর বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান ডিবি পুলিশ প্রতিনিয়তই অব্যাহত রেখেছে। এখন পুলিশ প্রতিদিনই বিভিন্ন স্থানে থেকে মাদক বিক্রতা, পাচারকারী ও সেবনকারীদের আটক করে জেল হাজতে প্রেরণ করছেন। গত রোববার জেলা আইনশৃঙ্খলা সমন্বয় উন্নয়ন সভায় জেলা সুপার বলেছেন, মাদকের সাথে জড়িত আটককৃদের জন্য আগে জেলখানায় ১টি ওয়ার্ড ছিল। দিন দিন তাদের সংখ্যা বেড়ে যাওয়ায় জেল খানায় আলাদা দুটি ওয়ার্ড করা হয়েছে। পুলিশ মাদকের বিরুদ্ধে কাজ করছে এটাই তার প্রমাণ।