চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ২টি কেন্দ্রে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনঃভোট অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি তেমন একটা নেই বললেই চলে। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।গত ১৫ মার্চ অনুষ্ঠিত এই উপজেলার ৭৯টি কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রে বিশৃঙ্খলা হলে কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। কেন্দ্র দু’টি হলো : পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়। স্থগিত দুটি কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬২ জন।মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিল্লাল হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখানে কোনও ধরনের সমস্যা হয়নি। ভোটার উপস্থিতি প্রথম দিকে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বুদ্ধি পাবে।পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাশিকুর রহমান জানান, তার কেন্দ্রেও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে। ঘোষিত ৭৭টি কেন্দ্রে ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুর রশিদ মজুমদার আনারস প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৬৫৯ ভোট।প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মাও. নজরুল ইসলাম তালুকদার দোয়াত-কলম প্রতীক পেয়েছেন ৪৮ হাজার ৯৯ ভোট। অর্থাৎ ৩ হাজার ৫৬০ ভোটে আব্দুর রশিদ এগিয়ে আছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত রাবেয়া আক্তার রুবি প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৫৫৬ ভোট। প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত পারভীন ইসলাম কলস প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৩৬১ ভোট। রাবেয়া আক্তার ১ হাজার ৮৬৯ ভোটে এগিয়ে আছেন।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।