সিনিয়র করেসপন্ডেন্ট: চাঁদপুরের হাজীগঞ্জ শহরে অভিযান চালিয়ে ৩০৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ বাদশা ওরফে রাজু (২৫) ও মো. রাসেল (২৬) নামে দুই যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আটক দুই যুবককের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
আটক রাজু উপজেলার বড়কুল ইউনিয়নের সেন্দ্রা ঘাসিপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে এবং রাসেল পৌর এলাকার ৬নং ওয়ার্ডের মোকিবাদ এলাকার মিজানুর রহমানের ছেলে।
এর আগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার (উপ-পরিদর্শক) এসআই সুমন, জয়নাল আবেদন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুবেল সংহ অভিযান চালিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে হাজীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, আটক দুই যুবকের দেহ তল্লাশি করে ৩০৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদেরকে দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/