এম. সাখাওয়াত হোসেন মিথুন:
সমবায়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তার জন্য প্রতিষ্ঠানগুলোকে আরো বেশী সচেতন হতে হবে। জনগনের আমানত সঠিকভাবে ব্যবহার করলে এবং লাভজনক কাজে বিনিয়োগ করলে কোনো সমবায়ের প্রতিষ্ঠানই তিগ্রস্থ হবার কথা নয়। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় গুটি কয়েক প্রতিষ্ঠানে ব্যর্থতার কারণেই এ ব্যবসায় খারাপ সময় যাচ্ছে বলে প্রধান অতিথির বক্তব্যে বলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার।
গতকাল ৪২তম জাতীয় সমবায় দিবস উপল্েয উপজেলার আলীগঞ্জ পি টি আই ইনিস্টিউটের সম্মেলন কে আয়োজিত আলোচনা সভায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি কাজী খায়রুল আলম পারভেজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ মুন্সী, উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসু দেবনাথ, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির,সেবা বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান ও রাজনীতিবিদ ইকবালুজ্জামান ফারুক, হাজীগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি খায়রুল বাসার দুলালসহ অন্যান্যে সমবায় সমিতির কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সারাদেশে সমবায় সমিতি দুর্যোগ কাটিয়ে উঠতে বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এছাড়াও আলোচনা সভার পুর্বে সমবায় সমিতির সকলের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালী আলীগঞ্জ চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক প্রদণি করে।