হাজীগঞ্জ প্রতিনিধি
গতকাল মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ থানা পুলিশ ৪০ পিচ ইয়াবাসহ দু মাদক বিক্রেতাকে আটক করেছে। উপজেলার কালচোঁ ইউনিয়নের নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বাকিলা ইউনিয়নের বাখরপাড়া গ্রামের মিজি বাড়ির মিজানুর রহমানের ছেলে মিরাজ উদ্দিন (১৮) ও শাহ আলম মিজির ছেলে ইউনুছ আলী (১৮)।
থানা সূত্রে জানা যায়, আটককৃত দুজনসহ আরো কয়েক যুবক এই এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রাহক সেজে কৌশলে এদেরকে আটক করে। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন ইয়াবাসহ দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হচ্ছে।