শাখাওয়াত হোসেন শামীম, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
গতকাল হাজীগঞ্জে বোনের সাথে অভিমান করে ৪ সন্তানের জননী জেসমিন(৩০) নামের এক গৃহিনীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ৯ নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের হরিপুর গ্রামের দশআনী বাড়িতে। জেসমিন ওই বাড়ীর জাহাঙ্গীরের স্ত্রী। এ ঘটনায় জেসমিনের ৪ সন্তান দিশেহারা হয়ে পড়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, জেসমিনের আপন বোন লাকি। দুই বোন একই ঘরের গৃহবধূ। সম্পর্কের ‘জা’ হয়। ঘটনার দিন জেসমিন দুপুরে নিজ বসত ঘর ঝাড়ু দেয়া অবস্থায় বোন লাকির ঘরে ঐ ঝাড়ুর ময়লা পড়ে। এ ঘটনা লাকি তার বড় ভাই জসিমকে মুঠো ফোনে জানায়। জসিম মুঠো ফোনে ফের বড় বোন জেসমিনকে বকাঝকা করে। ধারনা করা হচ্ছে এ ঘটনা জেসমিন সহ্য করতে না পেরে ঘরের লড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মগত্যা করে।
এ সংবাদ লেখা পর্যন্ত নিহত জেসমিনের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের খবর পাওয়া যায়নি। অপরদিকে জেসমিনের স্বামী চট্টগ্রাম থেকে রওনা দিয়ে বাড়ীতে পৌছলে পারিবারিক সিন্ধান্তে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।
নিহত জেসমিনের বড় মেয়ে জানান তার মা একজন রাগী ও মানসিক রোগী ছিলো।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।