শাখাওয়াত হোসেন শামীম,হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা-
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের মাসে হাজীগঞ্জ উপজেলা ও শহর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক প্রস্তুতি চলছে। গত রোববার উপজেলা ও শহর আওয়ামীলীগের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের সম্মেলন আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর ও শহর আওয়ামীলীগের সম্মেলন আগামী ৫ থেকে ১২ জানুয়ারী যে কোন দিন অনুষ্ঠিত হবে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দু’টি সম্মেলনেই শনিবার দিন নির্ধারণ করা হবে। সম্মেলনকে সফল ও সার্থক করতে আগামী ১১ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের ও ১৪ ডিসেম্বর শহর আওয়ামীলীগের বর্ধিত সভা আহ্বান করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা ও শহর আওয়ামীলীগের সম্মেলন বিষয়ক দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক এড. মজিবুর রহমান ভূইঁয়া ও জেলা আওয়ামীলীগের সদস্য এড. জসিম উদ্দিন পাটওয়ারী উপস্থিতিেিত উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হারম্নন আল মানসুর কাঞ্চন, সাধারন সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন ও শহর আওয়ামীলীগের সভাপতি মাহ্বুব-উল-আলম লিপন, সাধারন সম্পাদক মোশাররফ হোসেন বাবুলসহ উলেস্নখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উলেস্নখ্য গত ২০০৬ সালের ৮ মার্চ উপজেলা আওয়ামীলীগের এবং ২০০৫ সালের ৫ এপ্রিল শহর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।