গত ২৫ নভেম্বর রবিবার হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিব উল্যাহ মজুমদার। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ্াজান মিয়াজী ও সাংগঠনিক সম্পাদক সুলতান মাহ্মুদের যৌথ উপস্থাপনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মোঃ হোসেন মাহ্মুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ এ রহিম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, উপজেলা যুব দলের আহ্বায়ক আবু নাফের শাহ্, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন দুলাল, উপজেলা কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ও ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন। উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা এবং ৯নং ইউনিয়ন চেয়ারম্যান আলী আকবর শেখ, উপজেলা বিএনপি নেতা ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সর্দার, উপজেলা বিএনপির সদস্য আব্দুল কুদ্দুস মাষ্টার, ছিদ্দিকুর রহমান মাষ্টার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইব্রাহিম খলিল, যুগ্ম আহ্বায়ক খালেকুজ্জামান শামীম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ কবির হোসেন।
এছাড়াও সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকগণ, ইউনিয়ন কমিটির সকল সদস্যবৃন্দ দলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহম্মেদ মেম্বার, শেখ আব্দুল আহাদ লিয়াকত, মহিউদ্দিন মহিন, নূরে আলম মিয়া, জিয়াউল হক জিয়া, জামাল হোসেন, কামাল হোসেন মিয়াজী, ছাত্রদল নেতা নেছার আহম্মদ, সাইফুল ইসলাম, ওমর ফারুকসহ অন্যান্য সাবেক ও বর্তমান বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।